বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সেন্টমার্টিনে তীব্র বাতাস ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সাগর উত্তাল হয়ে উঠেছে, দ্বীপের চারপাশে সাগরের পানি বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় স্থানীয় বাসিন্দারা। টানা চারদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার চলাচল বন্ধ রয়েছে।
বুধবার দুপুর থেকে বৃষ্টির পরিমাণ ও বাতাসের তীব্রতা আরও বৃদ্ধি পায়। ইতোমধ্যে কক্সবাজারসহ দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে টেকনাফসহ উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হালকা বাতাস বিরাজ করছে।
টেকনাফ-সেন্টমার্টিন রুটের সার্ভিস বোট অ্যাসোসিয়েশনের সভাপতি রশিদ আহমদ জানান, “২৫ মে থেকে উপজেলা প্রশাসনের নির্দেশে নিরাপত্তার স্বার্থে সব নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে সেন্টমার্টিনে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কাঁচামালের কিছুটা সংকট দেখা দিয়েছে।”
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের মেম্বার সৈয়দ আলম জানান, “সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকলেও দুপুর থেকে বৃষ্টি ও বাতাসের তীব্রতা অনেক বেড়ে গেছে। সাগর খুবই উত্তাল এবং দ্বীপের চারপাশে পানি বেড়ে যাচ্ছে।”
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, “বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে আগে থেকেই সেন্টমার্টিনের আড়াই হাজার মানুষের জন্য ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নৌযান চলাচল চালু হবে।”
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।