বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুধু দেশের সীমান্ত নিরাপত্তায়ই নয়, মানবিক সেবায়ও এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। এরই ধারাবাহিকতায় আজ ৩১ জুলাই বুধবার বান্দরবান জেলার রুমা উপজেলার দোপানীছড়া এলাকায় ৯ বিজিবির উদ্যোগে অনুষ্ঠিত হলো একদিনের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প।
দুপুর ২টা ১০ মিনিট থেকে বিকেল ৩টা ২০ মিনিট পর্যন্ত চলা এই ক্যাম্পে উপস্থিত থেকে সেবাদান করেন রুমা ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর এস. এম. আব্দুস সোবহান, এএমসি। মেডিকেল ক্যাম্পে স্থানীয় গরিব, অসহায় ও চিকিৎসা সেবাবঞ্চিত পাহাড়ি নারী, পুরুষ, শিশু এবং বৃদ্ধসহ মোট ১৯ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
পাহাড়ি এই জনপদে আধুনিক চিকিৎসা সেবা এখনো অনেক দূরের স্বপ্ন। দুর্গম ভূপ্রকৃতি, যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং পর্যাপ্ত চিকিৎসা অবকাঠামোর অভাবে এখানে বসবাসকারী মানুষগুলো প্রতিনিয়ত স্বাস্থ্যঝুঁকিতে দিন কাটান। এ প্রেক্ষিতে বিজিবির এই উদ্যোগ স্থানীয়দের মাঝে গভীর সন্তোষ ও কৃতজ্ঞতার জন্ম দিয়েছে।
স্থানীয়রা জানান, বিজিবির এমন মানবিক উদ্যোগ তাঁদের জীবনে বাস্তব পরিবর্তন এনেছে। চিকিৎসার সুযোগ পেয়ে তাঁরা নিজেদের অনেকটাই সুরক্ষিত মনে করছেন। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সীমান্ত রক্ষা ছাড়াও রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) স্থানীয় জনগণের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী প্রদান, সচেতনতামূলক সভা, পরিবেশ রক্ষা এবং নিয়মিত মেডিকেল ক্যাম্প পরিচালনাসহ নানাবিধ সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
রুমা ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, ভবিষ্যতেও এই দুর্গম অঞ্চলের গরিব, অসহায় এবং চিকিৎসা সুবিধাবঞ্চিত মানুষের পাশে বিজিবি এভাবেই দাঁড়িয়ে থাকবে।