ওসি প্রদীপের ফাঁসির রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ জনমনে

লেখক: দেশ এডিশন ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

দেশ এডিশন ডেস্ক
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ তার মৃত্যুদণ্ডাদেশ এখনো রায় কার্যকর হয়নি। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ।

আলোচিত এই পুলিশ কর্মকর্তা টেকনাফে দায়িত্ব পালনকালে কথিত বন্দুকযুদ্ধের নামে বহু প্রাণ কেড়ে নিয়েছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ— টাকা দিলে ছাড়া, আর না হলে সাজানো অভিযানে মাদককারবারি বানিয়ে দেওয়া। শেষ পর্যন্ত মেজর সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেও এখনো কার্যকর হয়নি রায়।

দেশের বিভিন্ন মহল বলছে, এত ভয়াবহ হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দোষীদের সাজা কার্যকরে দেরি হওয়া জনগণের মনে ক্ষোভের জন্ম দিয়েছে। দ্রুত রায় কার্যকর না হলে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাওয়ার শঙ্কা রয়েছে।

error: Content is protected !!