আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হচ্ছে

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৬ দিন আগে

আজ শনিবার সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভালোবাসার আবেগে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে আরবের মরুপ্রান্তরে জন্মগ্রহণ করেন সমগ্র মানবজাতির মুক্তির দিশারী, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। আবার একই দিনে তিনি ইন্তেকালও করেন।

দিনটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নানা ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মসজিদে মসজিদে কোরআনখানি, দোয়া-মাহফিল, মিলাদ ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বিশেষ আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেছে।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন দিনটির তাৎপর্য তুলে ধরে বাণী প্রদান করেছেন। তারা মহানবীর (সা.) জীবনাদর্শ অনুসরণ করে ন্যায়, শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

বিশ্বনবীর (সা.) জীবন থেকে শিক্ষা নিয়ে মানবকল্যাণ ও নৈতিকতার পথে চলার মধ্য দিয়েই প্রকৃত অর্থে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন সার্থক হবে বলে ধর্মপ্রাণ মুসলিমরা মত প্রকাশ করেছেন।

error: Content is protected !!