পরীমনির স্ট্যাটাসে ঝড়, অপু বিশ্বাসকে ইঙ্গিত

লেখক: ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৬ দিন আগে

পরীমনির স্ট্যাটাসে ঝড়, অপু বিশ্বাসকে নিয়ে মিডিয়ায় তীব্র সমালোচনা ঢাকার চলচ্চিত্র অঙ্গনের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরীমনি আবারও আলোচনায়। শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে সরব সমালোচনার জন্ম দেন তিনি।

স্ট্যাটাসে পরীমনি লিখেছেন—
“আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা।”

এই মন্তব্য ঘিরে মিডিয়া পাড়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, পরীমনির এই কটাক্ষ আসলে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে উদ্দেশ্য করেই। কারণ সম্প্রতি কুষ্টিয়ার খোকসায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য দেন অপু। অথচ কয়েক মাস আগেই তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

রাজনৈতিক অবস্থানের এই রঙ বদল নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। কেউ বলছেন, “এটাই প্রকৃত সুবিধাবাদী রাজনীতি”, কেউ আবার মন্তব্য করছেন, “শোবিজ অঙ্গন থেকে রাজনীতিতে নামলেই এমন নাটক দেখা যায়।”

মিডিয়াজুড়ে এখন একটাই প্রশ্ন—
অপু বিশ্বাস কি সত্যিই রাজনৈতিক ‘পল্টিবাজির’ প্রতীক হয়ে উঠছেন?
নাকি এটি কেবল জনপ্রিয়তা ধরে রাখার কৌশল?

error: Content is protected !!