বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৭ minutes ago

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ ও চীন তাদের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও এগিয়ে নেবে। এই অংশীদারিত্ব উভয় দেশ এবং বিশ্বের মানুষের জন্য শান্তি, সমৃদ্ধি ও সুখ বয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে চীনা দূতাবাস আয়োজিত জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী চীনের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ও চীন পারস্পরিক আস্থা ও বন্ধুত্বের ভিত্তিতে একসাথে কাজ করছে। ভবিষ্যতেও এই সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

error: Content is protected !!