বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশের আর্থিক কাঠামো বৈশ্বিক অর্থনীতির তুলনায় উল্টো। বিশ্বের অর্থনীতি যেখানে বন্ডনির্ভর, সেখানে বাংলাদেশ ব্যাংকনির্ভর কাঠামোয় পরিচালিত হচ্ছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বন্ড ও সুকুক মার্কেটের সম্ভাবনা নিয়ে বিএসইসি ও ডিএসই আয়োজিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। গভর্নর বলেন, বিশ্ব অর্থনীতিতে বন্ড বাজারের আকার প্রায় ১৩০ ট্রিলিয়ন ডলার, যা বৈশ্বিক জিডিপির ১৩০ শতাংশ। তুলনায় মানি মার্কেটের আকার মাত্র ৬০ ট্রিলিয়ন ডলার।
কিন্তু বাংলাদেশে উল্টো চিত্র—করপোরেট প্রতিষ্ঠানগুলো ব্যাংকমুখী, বন্ড ইস্যু করতে চায় না। এর পেছনে রাজনৈতিক প্রভাব কিংবা ঋণ পরিশোধ না করার সুবিধা কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি সঞ্চয়পত্রকে পুরোপুরি লেনদেনযোগ্য করে সেকেন্ডারি মার্কেট গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি বেসরকারি বন্ডও কেনাবেচার আলাদা বাজার তৈরির প্রস্তাব দেন। তার মতে, সঠিক কাঠামো গড়ে উঠলে রাতারাতি বন্ড মার্কেট দ্বিগুণ হয়ে যাবে এবং অর্থবাজারে তারল্য ও প্রাণচাঞ্চল্য বাড়বে।