পলাতক জাবেদের চেক দিয়ে টাকা উত্তোলন, কর্মকর্তা আটক

লেখক: দেশ এডিশন ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে

চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশন (দুদক) এক ব্যক্তিকে আটক করেছে যিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা ১১টি চেক ব্যবহার করে চারটি ব্যাংক থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগে জড়িত।

আটককৃত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। তিনি সাবেক মন্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠান আরামিট পিএলসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)। বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম থেকে তাকে আটক করা হয়। দুদকের আইনজীবী মোকাররম হোসেন জানান, জাহাঙ্গীর আলমকে সাইফুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত চেকের আসল কপি ও সংশ্লিষ্ট নথি সহ আটক করা হয়েছে।

দুদকের সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহের মধ্যে ইসলামী ব্যাংকের কয়েকটি শাখা থেকে ১ কোটি টাকা, জনতা ব্যাংক থেকে ৩০ লাখ টাকা, সোনালী ব্যাংক থেকে ৩৬ লাখ টাকা এবং মেঘনা ব্যাংক থেকে ১০ লাখ টাকা উত্তোলন করা হয়। আটক ব্যক্তি দাবি করেছেন, অর্থ পাচারের মামলায় গ্রেপ্তার হওয়া ব্যাংকের দুই কর্মকর্তার আইনি লড়াইয়ের খরচ বহনের জন্য এই টাকা উত্তোলন করা হয়েছিল। তবে দুদক এ বিষয়ে সম্ভাব্য আত্মসাৎ বা পাচারের যোগসূত্র অনুসন্ধান করছে।

গত ২৪ জুলাই দুদকের উপপরিচালক মশিউর রহমান একটি মামলা দায়ের করেন, যেখানে সাবেক মন্ত্রী জাবেদ, তার স্ত্রী ও ভাইবোনসহ ৩১ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলায় উল্লেখ আছে, জাবেদের মালিকানাধীন আরামিট গ্রুপের নাম ব্যবহার করে পাঁচটি প্রতিষ্ঠান খুলে ব্যাংকে ২৫ কোটি টাকার টাইমলোন অনুমোদন করানো হয়েছিল, যা গম, ছোলা, হলুদ ও মোটর আমদানির নামে পরিচালিত হয়েছিল।

দুদক এই মামলাকে গুরুত্বসহকারে তদন্ত করছে এবং আসামীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

  • #দেশএডিশন
  • error: Content is protected !!