মা ইলিশ রক্ষায় অক্টোবর থেকে শুরু হচ্ছে মাছ শিকার নিষেধাজ্ঞা

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২ ঘন্টা আগে

জলজ জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রজাতি মা ইলিশ রক্ষায় সরকার ৩ অক্টোবর মধ্যরাত থেকে মাছ শিকার নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞা চলবে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এই সময়ে দেশের সকল নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

জেলেরা জানিয়েছেন, ইতোমধ্যে ডিম ছাড়ার মৌসুমে ইলিশ মাছ নদীতে প্রবেশ করতে শুরু করেছে। এ কারণে জেলেদের জালে কিছু ইলিশও ধরা পড়ছে। এর প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও — ব্যবসায়ীরা জানিয়েছেন, মাছের সরবরাহ বাড়ায় কিছুটা দাম কমেছে।

মাছ শিকার নিষেধাজ্ঞা কার্যকর থাকাকালে প্রকৃতি ও জেলেদের দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে সরকারি পক্ষ থেকে বিশেষ মনিটরিং ও প্রচারণা চালানো হবে।

মাছ শিকার নিষিদ্ধকরণকে বিশেষজ্ঞরা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন, যা মা ইলিশের প্রজনন বাড়িয়ে দেশের মৎস্যসম্পদ রক্ষায় সহায়ক হবে।

  • #দেশএডিশন
  • error: Content is protected !!